শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২

সেকশন

 

প্রথম সাক্ষাতে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে কথা হলো

গণবাণী ডট কম
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৬:১০:১৬ | পঠিত: ৯১

---

বহুল প্রত্যাশিত বৈঠকে বসেছেন লন্ডনে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডোরচেস্টারে দুই নেতার বৈঠক শুরু হয় স্থানীয় সময় (১৩ জুন) সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা)।

বিএনপি মিডিয়া সেল সেই বৈঠকের আগের মূহুর্তের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হোটেলে পৌঁছালে প্রধান উপদেষ্টা তার সঙ্গে প্রথমে কুশল বিনিময় করেন। সে সময় ওয়েলকাম বলে ড. ইউনূস তারেক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করেন।

হ্যান্ডশেক করার পর প্রধান উপদেষ্টা ও তারেক রহমান কুশলাদি বিনিময় করেন। তারেক রহমান বলেন, ‘ইটস অ্যা রিয়েল অনার ফর মি।’প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসময়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ আরও অনেকে তারেক রহমানের সঙ্গে ছিলেন। তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। সে সময় ড. ইউনূস সবার সঙ্গে হ্যান্ডশেক করেন।

---

তারেক প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন, জানতে চান শরীর কেমন আছে। উত্তরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, ‘চলছে, টেনেটুনে।’

এ সময় তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন প্রধান উপদেষ্টার কাছে। বলেন, ‘আম্মা সালাম জানিয়েছেন।’ ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান উপদেষ্টা বলেন, ‘উনাকেও আমার সালাম দেবেন।’

ভিডিও ক্লিপে এ সময় তাদের লন্ডনের আবহাওয়া নিয়েও কথা বলতে শোনা যায়। প্রধান উপদেষ্টা বলেন, ‘আবহাওয়াটা খুব ভালো, যে কদিন আমি এখানে আছি, আবহাওয়াটা বেশ প্লেজেন্ট। খুবই এনজয় করলাম। সামনে পার্ক।’

তারেক রহমান জানতে চান, প্রধান উপদেষ্টা পার্কে হাঁটতে গিয়েছিলেন কিনা। উত্তরে উপদেষ্টা জানান, এখানে পরিবেশ খুব ভালো, হাঁটার অনেক জায়গা।

কুশল বিনিময়ের পর ড. ইউনূস তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেন। বৈঠক ঘিরে প্রধান উপদেষ্টার আবাসস্থল ডোরচেস্টারের সামনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। তাদের হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন দেখা গেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গাজীপুরে বিএনপির মৌন মিছিল গাজীপুরে কাভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে চার জন নিহত গাজীপুরে অবৈধ মাদক নিরাময় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের দন্ড, সিলগালা সারাদেশে বৃহস্পতিবার বিক্ষোভের ডাক এনসিপির গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, নিহত ৪, কারফিউ আজ ‘জুলাই শহীদ দিবস’, রাষ্ট্রীয় শোক শেখ হাসিনার ফাঁস হওয়া তথ্য-দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক কালো অধ্যায় গাজীপুরে অবৈধ কারখানায় টাস্কফোর্সের অভিযান, ৩ হাজার কেজি পলিথিন জব্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের