শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২

সেকশন

 

গাজীপুর জেলা বিএনপি’র অধীনস্থ ৮ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন

গণবাণী ডট কম
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ২৩:৩৪:১৫ | পঠিত: ১৪৪

---

গাজীপুর জেলা বিএনপি’র অধীনস্থ ৫টি উপজেলা ও ৩ পৌরসভা ইউনিটের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপি মিডিয়া সেল’র ফেসবুক আইডিতে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে জেলার মোট ৮টি ইউনিটের প্রত্যেকটি ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নেতারা জানান, সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে এ কমিটিগুলো গঠন করা হয়েছে, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরো সুসংহত ও শক্তিশালী হবে। পাশাপাশি, আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে এসব ইউনিট অগ্রণী ভূমিকা পালন করবে বলে দলটি আশা করছে।

নব গঠিত কমিটি গুলোর মধ্যে, গাজীপুর সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক হিসেবে মো: আবু তাহের মুসুল্লী, সদস্য সচিব হিসেবে আবু বক্কর সিদ্দিক, শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক হিসেবে মোঃ আব্দুল মোতালেব, সদস্য সচিব হিসেবে খায়রুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপি’র আহ্বায়ক হিসেবে মো: হুমায়ন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী, কাপাসিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক হিসেবে শাহ রিয়াজুল হান্নান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, কালিয়াকৈর উপজেলা বিএনপি’র আহ্বায়ক হিসেবে মো: নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব হিসেবে এম আনোয়ার হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপি’র আহ্বায়ক হিসেবে মো: মামুদ সরকার, সদস্য সচিব হিসেবে মো: মহসিন উজ্জামান, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক হিসেবে মাষ্টার হুমায়ুন কবির, সদস্য সচিব হিসেবে খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক হিসেবে মো: হোসেন আরমান, সদস্য সচিব হিসেবে ইব্রাহীম প্রধানকে মনোনীত করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গাজীপুরে বিএনপির মৌন মিছিল গাজীপুরে কাভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে চার জন নিহত গাজীপুরে অবৈধ মাদক নিরাময় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের দন্ড, সিলগালা সারাদেশে বৃহস্পতিবার বিক্ষোভের ডাক এনসিপির গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, নিহত ৪, কারফিউ আজ ‘জুলাই শহীদ দিবস’, রাষ্ট্রীয় শোক শেখ হাসিনার ফাঁস হওয়া তথ্য-দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক কালো অধ্যায় গাজীপুরে অবৈধ কারখানায় টাস্কফোর্সের অভিযান, ৩ হাজার কেজি পলিথিন জব্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের