মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

কালিয়াকৈরে গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

গণবাণী ডট কম
প্রকাশ: ১৩ আগস্ট ২০২০

---

গণবাণী ডট কম:

বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গর্ভবতী মায়েদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরের লতিফপুরে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বৃহষ্পতিবার দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।। ক্যাম্পে গর্ভবতী মায়েদের বিনা মূল্যে চিকিৎসা সেবা, করোনা পরীক্ষা ও স্বাস্থ্য সেবা সামগ্রী বিতরণ করা হয়।

সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ মেডিকেল ক্যাম্প পরিদর্শণ করেন। এসময় কর্ণেল রেজাউল রহমান ও লেফটেনেন্ট কর্ণেল ফখরুল আলম, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহার, মেজর সজিবুল ইসলাম, কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৮ ইষ্ট বেঙ্গলের সিইও মেজর সজিবুল ইসলাম জানান, করোনা কালীন সময়ে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে এ সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon