গণবাণী ডট কম:
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর গাজীপুরের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালকে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। পরে তাদের পুলিশের নিকট সোপর্দ করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হাসিবুর রহমান রাব্বী জানান, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। তাঁরা হলেন, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ওয়াদিয়া শাবাব এবং সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবনী।
অভিযানকালে দেখা যায়, বিআরটিএ এর গাজীপুরের কার্যালয়ে সেবা গ্রহীতা ছাড়াও কতিপয় বহিরাগত লোক ঘুরাফেরা করছে। তারা সেবা গ্রহীতাদের টাকার বিনিময়ে সেবা দেয়ার চেষ্টা করছে। এসময় ভ্রাম্যমাণ আদালত অবৈধ লাইসেন্স প্রদানসহ বিভিন্ন দালালী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৬ ধারায় দুইজন দালালকে আটক করে যথাক্রমে ২০ দিন ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
তিনি আরো জানান, দন্ডপ্রাপ্ত একজনের নাম মো: ছাত্তার মোল্লা (২৩)। তিনি গাজীপুর জেলার কালীড়ঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এলাকার ছাদত আলী মোল্লার ছেলে। অপর জনের নাম মো,শান্ত খান (২৪)।
মন্তব্য