শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ন ১৪৩১

সেকশন

 

গাজীপুর বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে দুই দালালের দন্ড

Asad
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৪, ২২:৫৯:৫৪ | পঠিত: ৩৩৪

---

গণবাণী ডট কম:

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর গাজীপুরের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালকে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। পরে তাদের পুলিশের নিকট সোপর্দ করা হয়।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হাসিবুর রহমান রাব্বী জানান, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। তাঁরা হলেন, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ওয়াদিয়া শাবাব এবং সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবনী।

অভিযানকালে দেখা যায়, বিআরটিএ এর গাজীপুরের কার্যালয়ে সেবা গ্রহীতা ছাড়াও কতিপয় বহিরাগত লোক ঘুরাফেরা করছে। তারা সেবা গ্রহীতাদের টাকার বিনিময়ে সেবা দেয়ার চেষ্টা করছে। এসময় ভ্রাম্যমাণ আদালত অবৈধ লাইসেন্স প্রদানসহ বিভিন্ন দালালী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৬ ধারায় দুইজন দালালকে আটক করে যথাক্রমে ২০ দিন ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

তিনি আরো জানান, দন্ডপ্রাপ্ত একজনের নাম মো: ছাত্তার মোল্লা (২৩)। তিনি গাজীপুর জেলার কালীড়ঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এলাকার ছাদত আলী মোল্লার ছেলে। অপর জনের নাম মো,শান্ত খান (২৪)।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   আজমির শরিফসহ ১০টিরও বেশি মসজিদ নিয়ে ভারতীয়দের ষড়যন্ত্র ধর্ম-বর্ণ ও মতের পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য : ড. ইউনূস গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর ইন্তেকাল দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে : আসিফ নজরুল গণঅভ্যুত্থান নস্যাৎ করার যড়যন্ত্র একজোট হয়ে রুখতে হবে : প্রধান উপদেষ্টা ভারত আগ্রাসী হলে আমরাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো: রিজভী ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া: মাহফুজ আলম জাতীয় ঐক্যের গড়তে নেতৃবৃন্দের সাথে বসবেন প্রধান উপদেষ্টা এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে : সমন্বয়কদের প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট