সোমবার, ১৬ জুন ২০২৫ , ২ আষাঢ় ১৪৩২

সেকশন

 

গাজীপুরে প্রথম লেজার হাব সেন্টার চালু

Asad
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৪, ২১:০৪:০৫ | পঠিত: ৯৮২

---

গণবাণী ডট কম:

গাজীপুরে প্রথমবারের মতো চালু হয়েছে আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র লেজার হাব। স্কেবিজ, ভিটিলিগো, মেলাজমা, আগুনে পোড়া, জন্মগত ও দুর্ঘটনা জনিত দাগসহ ত্বকের নানা ধরনের রোগের কারণে অনেক নারীদেরই বিয়ে হচ্ছে না বা পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে। কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এটির চিকিৎসা সম্ভব তবে চিকিৎসাটি অত্যন্ত ব্যয়বহুল। চিকিৎসাটি রাজধানীতে থাকলেও রাজধানীর বাইরে এতদিন এর ব্যবস্থা ছিল না।

এই সমস্যা দূর করতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ ফাতেহা নূর এই চিকিৎসা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন গাজীপুর শহরের শিববাড়িতে। এখানে মানুষের যে কোন ধরনের মুখের দাগ শরীরের চুলকানি সহ অন্যান্য রোগের সুলভ মূল্যে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হবে।

---

শনিবার বিকেলে গাজীপুরের সাগর সৈকত কনভেনশন হলে এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে লেজার হাব এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী অপু বিশ্বাস, নাট্য ব্যক্তিত্ব শম্পা রেজা ও মীর সাব্বির প্রমুখ। এসময় সিংগাপুর থেকে লাইভে অনুষ্ঠানের বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন।

---

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক স্কিন ও ভিডি বিভাগীয় প্রধান ডাঃ সৈয়দা ফাতেহা নূর বলেন, গত ৫ বছর গাজীপুরের প্রতিটি এলাকায় বারবার গিয়েছি । গাজীপুরে স্কিন ডিজেস্ট নিয়ে অসংখ্য রোগী এসেছে। এই দীর্ঘ সময়ে প্রায় ১ লাখ রোগীকে চিকিৎসা দিয়েছি। গাজীপুর শিল্প কারখানা বেষ্টিত এলাকা, এখানে বিভিন্ন পর্যায়ের লোকের বসবাস। আমি সব শ্রেণীর মেয়েদের সুবিধার চিন্তা করে রাজধানী ছেড়ে গাজীপুরে লেজার হাব গড়ে তুলেছি। আমি বহু দেখছি স্কিন রিলেটেড সমস্যার কারণে অনেক মেয়ের বিয়ে হয়না, বিয়ে হলেও সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে৷ আমি একজন ডাক্তার হিসাবে বলছি আমার লেজার হাবের মাধ্যমে এমন পরিস্থিতি থেকে কয়েকজনকেও বের করতে পারি। তবে সেখানেই আমার স্বার্থকতা।

---

তিনি আরও বলেন, আমি অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে, নিজের অর্থায়নে এটি এই পর্যায়ে নিয়ে এসেছি। আমি স্বপ্ন দেখি এই লেজার হাব সারা দেশে ছড়িয়ে দিব। এবং এটি অবশ্যই স্বপ্লব্যায়ে হবে৷ এজন্য আপনাদের সহযোগিতা দরকার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকের ডাক্তার ও মালিকরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন গাজীপুর জেলা বিএনপি’র অধীনস্থ ৮ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন পুশ ইন অব্যাহত থাকলে এর দায় ভারতকে নিতে হবে : রিজভী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিমানবন্দরে আগুন সংস্কার ও বিচার প্রক্রিয়ায় পর্যাপ্ত অগ্রগতি হলে রমজানের আগে নির্বাচন হতে পারে মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষ, বিএনপি সন্তোষ্ট প্রথম সাক্ষাতে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে কথা হলো ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা; ৬ বিজ্ঞানী নিহত প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ভারতে বিধ্বস্ত বিমানের সকল যাত্রী নিহত