শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১১ মাঘ ১৪৩১

সেকশন

 

কালিয়াকৈরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থরা সরকারী অনুদান পেল

Asad
প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১৬:০৫:২৭ | পঠিত: ৩৪২

---

গণবাণী ডট কম:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একরাতের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন।

এ উপলক্ষে কালিয়াকৈর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন,কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা।

---

গেল শনিবারের রাতের দুই দফা ঝড়ো হওয়া ও ব্যাপক শিলাবৃষ্টিতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ও বোয়ালী ইউনিয়নের বিভিন্ন এলাকার কয়েকশত বসত ঘরের টিনের চালা ফুটো হয়ে গেছে। এসময় ঘরের ভিতর বড় বড় শিলা পড়ার কারণে কেউ কেউ ঘরের চৌকি, আবার কেউ কেউ টেবিলসহ বিভিন্ন আসবাবপত্রের নিচে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। শিলাবৃষ্টিতে আম ও লিচুর মকুল, কাঁঠাল, মৎস্য খামার, মাঠের বোরো ধান, কলাবাগানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্তদের মধ্যে ফুলবাড়ীয়া ইউনিয়নের ২৫৫ জনকে ২৫৫ বান্ডিল টিন ও প্রতি জনকে ৩ হাজার করে মোট ৭ লাখ ৬৫ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ২০ জনকে ৫ হাজার টাকা করে ১ লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

বোয়ালী ইউনিয়নের ৫শ জনকে ১ বান্ডিল করে ৫০০ বান্ডিল টিন ও প্রতি জনকে ৩ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ৮০ জনকে ৫ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   কাপাসিয়ায় তারাগঞ্জ বাজার জামায়াতের কার্যালয় উদ্বোধন কারখানা খোলার দাবিতে আন্দোলন: গ্রামীণ ফেব্রিকস, যানবাহনে আগুন দিল বেক্সিমকোর শ্রমিকেরা লন্ডনে ‘ওয়ান স্টপ সার্ভিসে’বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা গাজীপুরে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মদিন পালন কাপাসিয়ায় তিন ব্যবসায়িকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হোয়াইট হাউজে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন আজ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ বিয়ে করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডল গ্রেফতার