শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ন ১৪৩১

সেকশন

 

গাজীপুর আইনজীবী সমিতিতে বোমা হামলা দিবস পালিত

Asad
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৪৮:১৭ | পঠিত: ১৪৫

---

গণবাণী ডট কম:

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে জেএমবির আত্মঘাতী বোমা হামলার ১৮তম বার্ষিকী বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে বোমা হামলায় নিহত আইনজীবীগণের স্মরণে শোক শোভাযাত্রা, শোকসভা এবং আহত আইনজীবীগণের রোগ মুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি আহছান উদ্দিন প্রধান।

গাজীপুরের বারের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় শোকসভায় সভায় আরো বক্তব্য দেন গাজীপুর বারের সাবেক সভাপতি এ্যাড. আব্দুস সোবাহান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামছুল আলম প্রধান, বারের সাবেক সভাপতি এ্যাড. মো. নূরল আমিন, এ্যাড. মো. খালেদ হোসেন, এ্যাড. সুদীপ কুমার চক্রবর্তী।

এ ছাড়া দিবসটি উপলক্ষে আইনজীবীরা কালোব্যাজ ধারণ, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আদালতপাড়া থেকে এক শোক শোভাযাত্রা মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে ফের আদালত পাড়ায় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, ২০০৫ সালের এ দিন সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২নং হলরুমে জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী বোমা হামলায় ৪ আইনজীবী, ৪ বিচারপ্রার্থী ও হামলাকারী জঙ্গিসহ ৯ জন মারা যান। ওই হামলায় আরো অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। পরে আহত আরো একজন আইনজীবীর মৃত্যু হয়।

নৃশংস এ বোমা হামলায় নিহত আইনজীবীরা হলেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো. আমজাদ হোসেন, এ্যাড. আনোয়ারুল আজিম, এ্যাড. নূরুল হুদা, এ্যাড. গোলাম ফারুক অভি ও এ্যাড. আব্দুল্লাহ আল মামুন মাখন। নিহত বিচার প্রার্থীরা হলেন, আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম। আত্মঘাতী জঙ্গির নাম শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   আজমির শরিফসহ ১০টিরও বেশি মসজিদ নিয়ে ভারতীয়দের ষড়যন্ত্র ধর্ম-বর্ণ ও মতের পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য : ড. ইউনূস গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর ইন্তেকাল দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে : আসিফ নজরুল গণঅভ্যুত্থান নস্যাৎ করার যড়যন্ত্র একজোট হয়ে রুখতে হবে : প্রধান উপদেষ্টা ভারত আগ্রাসী হলে আমরাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো: রিজভী ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া: মাহফুজ আলম জাতীয় ঐক্যের গড়তে নেতৃবৃন্দের সাথে বসবেন প্রধান উপদেষ্টা এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে : সমন্বয়কদের প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট