গণবাণী ডট কম:
দেশের অন্যান্য স্থানের মতো গাজীপুরে নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ উৎসব পালিত হয়েছে। এবছর জেলায় প্রাথমিক পর্যায়ে ৩২ লাখ ও মাধ্যমিক পর্যায়ে ৫১ লাখসহ ৮৩ লাখের বেশী বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত কোমলমতি শিক্ষার্থীরা।
জেলার সকল কিন্ডারগার্টেন, সরকারী-বেসরকারীস্কুলসহ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে ছোট শিশুদের মাঝে এসব বই বিতরণ করা হয়।
সোমবার সকালে গাজীপুর মহানগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দিয়ে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
বই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ ফয়েজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইয়াসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক মহানগরীর জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানী বিলাশমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও জয়দেবপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইয়া জানান, প্রাথমিক পর্যায়ে জেলায় কিন্ডারগার্টেন, সরকারী-বেসরকারী ও শিশু কল্যাণ বিদ্যালয়সহ মোট ২ হাজার ৯৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ লাখ বই বিতরণ করা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম জানান, এবার মাধ্যমিক পর্যায়ে জেলার ৫শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের চাহিদা ছিল ৬৭ লাখ ১৮ হাজার ৪২৮টি বই। কিন্তু পাওয়া গেছে ৫১ লাখ ৩৮ হাজার ৮৫৯টি বই। প্রাপ্ত সকল বই বিতরণ করা হয়েছে। বাকী রয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৫৬৯টি বই। এগুলো পরে আসলে বিতরণ করা হবে।
মন্তব্য