শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২ ফাল্গুন ১৪৩১

সেকশন

 

গাজীপুরে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

Asad
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৪, ১৯:৩৮:১৫ | পঠিত: ১২৬

---

গণবাণী ডট কম:

গাজীপুরে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, রচনা প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরের উদ্যোগে অনুষ্ঠিানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক মোড়লের সভাপতিত্বে ও বাচিক শিল্পী ইকবাল আহমেদ নিশাদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদাত হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হক রিপন, আজকের পত্রিকার গাজীপুর প্রতিনিধি এম. আসাদুজ্জামান সাদ, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের ক্রীড়া সম্পাদক আনোয়ার হাসান। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও বীরমুক্তিযোদ্ধারা।

এশিয়ান টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি উপলক্ষে মেগা প্রকল্পে বদলে যাওয়া বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধে গাজীপুরের অবদান শীর্ষক রচনা প্রতিযোগীতা অংশ নিয়ে সেরা ১০জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়। অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন আগত অতিথিরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon