সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১

সেকশন

 

মেয়েকে জবাই করে বাবার আত্মহত্যার চেষ্টা

Asad
প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:৫১:৫৭ | পঠিত: ১১৮

ছবি : সংগৃহীত

গণবাণী ডট কম:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বসত ঘরে মেয়েকে জবাই করে হত্যার পর পিতা নিজের পেটে ছুরিয়ে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।  পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহতের নাম ইয়াসমিন আকতার বৃষ্টি (১৪)।  তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মন্ডলের মেয়ে। বুলু মন্ডল কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে তার শ্বশুর বাড়ীতে বসবাস করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার চাঁন মিয়ার মেয়ে সুমা বেগমের (৩৩) সাথে ১৫/১৬ বছর আগে বুলু মণ্ডল (৪০) এর বিয়ে হয়। দীর্ঘদিন ধরে বুলু মন্ডল শশুর বাড়ি কালিয়াকৈর উপজেলার হরিণহাটিতে বসবাস করছেন। বিয়ের পর থেকেই বুলু মণ্ডলের সাথে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝাটি লেগেই থাকতো। বুধবার দুপুরেও তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় মেয়ে ইয়াসমিন আক্তার তাদের ঝগড়া করতে নিষেধ করেন। এতে বুলু মন্ডল মেয়ের উপর ক্ষিপ্ত হন। পরে দুপুর ২টার দিকে বসত ঘরের ভিতর একা পেয়ে দরজা বন্ধ করে দেন। পরে নিজের হাতে থাকা ছুরি দিয়ে মেয়ের গলা কেটে হত্যার চেষ্টা করেন। এসময় বসতঘরের ভিতর থেকে বৃষ্টির চিৎকার শুনে তার মামা ইমরান দরজা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকলে বৃষ্টিকে গলায় জখম অবস্থায় পায় এবং তখনি বুলু মন্ডল নিজের গলায় জখম করত: নিজের পেটে ছুড়ি চালায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবা মেয়েকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মেয়েবে মৃত ঘোষণা করেন এবং আহত বুলু মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেফার্ড করেন।

পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ মৃতা ইয়াসমিন আক্তার বৃষ্টির সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম জানান, মেয়েকে গলা কেটে হত্যার পর বাবাও আত্মহত্যার চেষ্টা করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাবা মার ঝগড়া মেটাতে গেলে বাবা মেয়ের ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাবাকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ১ কোটি ৭১ লাখ টাকা সহায়তা দিলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন শেখ হাসিনাস জুলাই গণহত্যার ‘হুকুমদাতা’দের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইব : চিফ প্রসিকিউটর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগের সময়ে হওয়া হত্যাকাণ্ডের বিচার চায় জামায়াত হজে যেতে আগামী ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে দখল-দূষণ রোধে করণীয় নির্ধারণে লবলং নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক দখল দূষণ রোধে করণীয় নির্ধারণে বালু নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজায় ৯০২টি পরিবারের কেউই বেঁচে নেই, নিহতদের নাম প্রকাশ দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না: দেবপ্রিয় ভট্টাচার্য