নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিমের পিতা মমতাজ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —- রাজিউন)। শনিবার রাতে কাপাসিয়া সদরের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। রোববার বেলা এগারোটায় তরগাঁও ইউনিয়নের কোহিনূর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তরগাঁওয় গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজে ইমামতি করেন দেওনা দাওয়াতুল হক, মাদরাসার বড় হুজুর অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী দুলাল।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, মরহুমের ছোটভাই বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ নান্নু, কাপাসিয়া
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আমানত হোসেন খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. মাজহারুল ইসলাম সেলিম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আইয়ুবুর রহমান সিকদার, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুল হক চৌধুরী আইয়ূব, ইমান উল্লাহ শেখ ইমু, সৈয়দ মুজিবুর রহমান, আফছার উদ্দিন আহমেদ, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুর রহমান দাদু প্রমূখ।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, কাপাসিয়া
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আমানত হোসেন খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম তার পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
মন্তব্য