গণবাণী ডট কম:
গাজীপুরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীগণের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ১ হাজার ৪৮১ জন হজ্জযাত্রী অংশ গ্রহণ করেন।
রোববার সকালে গাজীপুর শহরের আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে ওই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিম সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারি প্রশিক্ষণ সমন্বয়ক ও গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মনজুরুল আলম মজুমদার। এতে হজ্জের ধর্মীয় বিধি বিধান নিয়ে আলোচনা করেন, গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী, হজ্জের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন, মুলতাজিন ট্রাভেলস’র স্বত্তাধিকারী মাওলানা আব্দুল মান্নান, স্বাস্থ্য সচেতনতা ও ক্লিনিক ব্যবহারে হজ্জযাত্রীদের করণীয় সম্পর্কে আলোচনা করেন, গাজীপুরের সহকারি সিভিল সার্জন ডা. এফ.এম আহসান উল্লাহ, হজ্জযাত্রীদের সাধারণ করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা করেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফয়েজুর রহমান।
গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মনজুরুল আলম মজুমদার জানান, এবার গাজীপুর থেকে সরকারিভাবে ২১জন এবং বেসরকারিভাবে ১হাজার ৪৬০জন হজ্জযাত্রী সৌদি যাওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন। প্রশিক্ষার্থীদের প্রত্যেকের মাঝে হজ ও ওমরার সহায়িকা, লিফলেট ও নাস্তার জন্য নগদ ২০০ টাকা প্রদান করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার হজ ব্যবস্থাপনা সহজ ও সুশৃঙ্খল করতে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা হজযাত্রীদের হজে গমন সহজ ও আরামদায়ক করবে। উদ্বোধন অনুষ্ঠান শেষে সকলের দোয়া ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
মন্তব্য