বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২

সেকশন

 

পারিবারিক সহিংসতা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে : প্রতিমন্ত্রী রিমি

Asad
প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১৭:৪০:৪৫ | পঠিত: ৪০৭

---

গণবাণী ডট কম  :

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, বর্তমান সময়ে যেখানে পারিবারিক সহিংসতা আমাদের জন্য একটি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুরুষদের মধ্যে শিশু যত্ন ও পালন-পোষণের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পারিবারিক কাজে সংশ্লিষ্টতা, আমাদের সমাজের জন্য একটি ইতিবাচক দিক। এই ক্যাম্পগুলো পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে, শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করবে।

তিনি আরো বলেন, বাবা বা পুরুষ মানুষের অথবা স্বামীর সংসারের জন্য, তার স্ত্রীর জন্য বা সন্তানের জন্য কি কর্তব্য বা কি করলে পরে সংসারটা আরও সুন্দর হবে, সম্পর্কটা সুন্দর হবে, সেই বিষয়গুলো আমাদের আরো বেশী করে জানা প্রয়োজন।

প্রতিমন্ত্রী শুক্রবার ( ২২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর মহানগরীর টঙ্গীর ৪৯ নং ওয়ার্ডের টিডিএইচ স্কুল মাঠে আয়োজিত মেন কেয়ার বিষয়ক লার্নিং ক্যাম্প সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত “পরিবারে পুরুষের ভূমিকা” শীর্ষক এই বুট ক্যাম্প ও লানিং ক্যাম্পে ১১০ জন দম্পতি দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

তিনি আরো বলেন, আমরা একটি কাজ করার আগে চিন্তা করি কাজটা যেন টেকসই হয়। যেকোনো কাজ যদি টিকে না থাকে তাহলে সেই কাজটা শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। আজকে আমরা যে ১১০ জন দম্পতির সাথে কথা বললাম, এখানে বেশিরভাগ ছেলেদের বয়স ২০ থেকে ২৩ বছর। তারাই হলো আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি। আমি দীর্ঘদিন যাবত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কার্যক্রম এর সাথে সম্পৃক্ত এবং অবহিত, এবং আমি তাদের এ ধরণের আয়োজনকে সাধুবাদ জানাই।

আয়োজকরা জানান, পরিবারে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ একটি আদর্শ সমাজ গঠনের অন্যতম উপজীব্য। পারিবারিক ভারসাম্য বজায় রাখতে এবং সুখ-সমৃদ্ধি নিশ্চিত করতে বাবা-মা দুজনের সমান ভূমিকা থাকে যা শিশুদের সঠিক বিকাশের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। উক্ত ক্যাম্পে এ বিষয়ের উপর আলোকপাত করে গঠিত মেন কেয়ার মডেলের উপর ১১০ জন দম্পতি প্রশিক্ষণ গ্রহণ করেন। আয়োজনের অংশ হিসেবে দম্পতিগণ ১০টি সেশনের মাধ্যমে মেন কেয়ার মডেল, পরিবারে পিতার ভূমিকা, গর্ভধারণ ও পরিবার পরিকল্পনা, শিশুর পরিচর্যা ও অধিকার এবং ইতিবাচক পিতৃত্বসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী জোন) মোঃ সোহেল রানা, ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আমির হামজা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর (অপারেশন) চন্দন জেড গোমেজ, ডেপুটি ডিরেক্টর (ফিল্ড প্রোগ্রাম- অপারেশন) মঞ্জু মারিয়া পালমা, সিনিয়র ম্যানেজার (আরবান প্রোগ্রাম) জোয়ান্না ডি রোজারিও, তুন্নাজিনা হক ন্যাশনাল কো-অর্ডিনেটর জেন্ডার ইকুয়েলিটি এন্ড সোশ্যাল ইনক্লুশনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজনের শেষ অংশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেরা স্টল ও প্রশিক্ষকগণকে পুরস্কৃত করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   গাজীপুরে লটারির মাধ্যমে ২৮ জন ওএমএস ডিলার নিয়োগ ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয় দেয়া ব্যবসায়ী রিমান্ডে গাজীপুরে ৩ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কামরুল, দীপু মনি, পলকসহ সাবেক ৫ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে কাপাসিয়ায় হাসপাতালের স্টোরে মজুদ করে ঔষধ নষ্টের ঘটনায় তদন্ত কমিটি গঠন জিসিসি‘র নাগরিক দূর্ভোগ লাঘবে ড্রেন ও খাল খননসহ একগুচ্ছ কার্যক্রম শুরু কাপাসিয়ায় হাসপাতালে মজুদ ৫০ লাখ টাকার সরকারি ঔষধ মেয়াদ উত্তীর্ণ গাজীপুর সাফারী পার্ক থেকে চুরি যাওয়া লেমুর উদ্ধার, গ্রেপ্তার-১ গাজীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ, সমাবেশ গাজীপুরে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় মা জড়িত! গাজীপুরে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার, মা আটক