রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১

সেকশন

 

শ্রীপুরে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে গাজীপুরে মানববন্ধন

Asad
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪, ২৩:৫৭:৪০ | পঠিত: ১০০

---

গণবাণী ডট কম:

ভারতীয় অবৈধ চিনি রাখার অভিযোগে গাজীপুরের শ্রীপুরে একটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটনের উপর অবৈধ চিনি সিন্ডিকেটের সদস্যরা রোববার হামলা করে। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবীতে গাজীপুরে সাংবাদিকগণ মানববন্ধন করেছেন।

সোমবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এতে ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্তর পরিচালনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন বাবুল।

মানববন্ধনে ইউনিয়নের সদস্যরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সংবাদিকগণ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, যারা চিনির বাজার মূল্য বৃদ্ধির জন্য সিন্ডিকেট তৈরী করে ভোক্তাদেরকে ঠকায় এবং বাজারকে অস্থিতিশীল করে দেশের পরিস্থিতি নাজুক করে তোলে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে, তারা দৈনিক সময়ের আলো পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটনের উপর প্রকাশ্যে দিবালোকে হামলা করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। হামলায় জড়িতরা দেশের শত্রু, দশের শত্রু। তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   বাংলাদেশের মানুষের স্বার্থে জাতীয় সংলাপ করতে প্রস্তুত জাতিসংঘ : গুতেরেস কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩ রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের গাজীপুরে অভিযানকালে পুলিশকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩ প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : গুতেরেস বিএনপির ৩১ দফা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সনদ: এম মঞ্জুরুল করিম রনি প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফরে যাবেন : পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রতিমন্ত্রী চুমকি ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব