গণবাণী ডট কম:
কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. সুফিয়া বেগম। শিক্ষক পরিষদের সম্পাদক আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মেহেরুন্নেছা মিনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দর্শন বিভাগের শিক্ষক হারুনুর রশিদ, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আজহারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি প্রফেসর সুফিয়া বেগম বলেন, শিক্ষাবিস্তারে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। একজন শিষ্টাচারপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও প্রজ্ঞাবান শিক্ষকই পারেন শিক্ষার্থীদের মধ্যে আলো ছড়াতে।
মন্তব্য