মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

গাজীপুরে চালককে হত্যা করে অটোরকশা ছিনতাই

Asad
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৩

---

গণবাণী ডট কম:

গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরের একশ গজের মধ্যে বাসন থানাধীন সার্ডিরোড এলাকায় বৃহস্পতিবার ভোররাতে অটোরিকশার চালককে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের নাম নুর ইসলাম (৪৫)। তিনি শেরপুরের জেলার সদর উপজেলার বাকারকান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, নূর ইসলাম গাজীপুরের চান্দনা বউবাজার এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন। সংসারের জন্য অতিরিক্ত আয় করতে গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাত ১টা থেকে ভোর ৫ টার মধ্যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে তার বুকে ও কানের কাছে ছুরিকাঘাত করে হত্যা করে লাশ ফেলে রেখে তার অটোরিকশাটি লুট করে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গাজীপুর মহানগরীর বাসন থানাধীন সার্ডিরোড এলাকায় বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৫ টার দিকে রাস্তার ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তার আটোরিকশা ছিনিয়ে নিতেই চালককে হত্যা করে থাকতে পারে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon