সোমবার, ১৬ জুন ২০২৫ , ১ আষাঢ় ১৪৩২

সেকশন

 

গাজীপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Asad
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১৪:৫১:৪৩ | পঠিত: ১৬৮

---

গণবাণী ডট কম:

নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার প্রতিপাদ্যকে ধারণ করে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ এ্যাডভোকেসি সভার আয়োজন করে। গাজীপুরের পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফৌজিয়া আসমতের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মামুনুর রশীদ ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার এই স্লোগান ধারণ করে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। আমাদের মুখ্য উদ্দেশ্য অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও মাতৃ মৃত্যু রোধ করা। প্রচার সপ্তাহে উঠান বৈঠক, কিশোর কিশোরী সমাবেশ, মা সমাবেশ, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, মাঠকর্মী শুন্য এলাকায় বিশেষ সেবা কার্যক্রম, ড্রপ আউট হ্রাস করা, সরকারি সূত্র সমূহের প্রচার ও ব্যবহার বৃদ্ধি করা, মডেল ইউনিট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আরও সক্রিয় করা।

প্রচার সপ্তাহে কর্মীদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থায়ী পদ্ধতি পুরুষ ২ জন, স্থায়ী পদ্ধতি মহিলা ৩ জন, আইইউডি ২ জন, ইমপ্ল্যানন ১০ জন, ইনজেকশন ১০ জন ও প্রতিষ্ঠানিক ডেলিভারি প্রতিদিন ১ জন করে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন গাজীপুর জেলা বিএনপি’র অধীনস্থ ৮ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন পুশ ইন অব্যাহত থাকলে এর দায় ভারতকে নিতে হবে : রিজভী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিমানবন্দরে আগুন সংস্কার ও বিচার প্রক্রিয়ায় পর্যাপ্ত অগ্রগতি হলে রমজানের আগে নির্বাচন হতে পারে মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষ, বিএনপি সন্তোষ্ট প্রথম সাক্ষাতে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে কথা হলো ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা; ৬ বিজ্ঞানী নিহত প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ভারতে বিধ্বস্ত বিমানের সকল যাত্রী নিহত