গণবাণী ডট কম:
গাজীপুরে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও গাজীপুর জেলা রোভারের সভাপতি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। গাজীপুর জেলা রোভার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুল করিম।
অনুষ্ঠানে গাজীপুর রোভার স্কাউটস এর কমিশনার, রোভার স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতীয় দুর্যোগ থেকে বিভিন্ন জরুরি পরিস্থিতিতে স্কাউটস সদস্যদের ভূমিকা ও নেতৃত্ব খুবই প্রশংসনীয়। লেখাপড়ার পাশাপাশি স্কাউটসরা যেভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে,ন তার গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠান শেষে রোভার স্কাউটস এর যে সকল সদস্য এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এবং সাম্প্রতিক সময়ে রোভার মুট অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান সমূহকে পুরস্কৃত করা হয়।
মন্তব্য