গণবাণী ডট কম:
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভোলায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৯ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জের মাসকাটা ও ইলিশা নদী থেকে ভাসমান অবস্থায় জেলেদের লাশ উদ্ধার করা হয়।
এর আগে রবিবার একই স্থান থেকে আরো একজন জেলের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ ১৩ জেলের মধ্যে ১০ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধারের কাজে নিয়োজিত মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান সাংবাদিকদের জানান, মাসকাটা ও ইলিশা নদী থেকে ৯ জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভোলায় ঝড়ের মুখে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জেলেদের লাশ।
রবিবার ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে চাঁদপুর থেকে ভোলার চরফ্যাশনে যাওয়ার পথে নৌকাডুবিতে কয়েকজন জেলে নিখোঁজ ছিলো। এদের সকলের বাড়ি ভোলার চরফ্যাশনের নুরাবাদের আব্দুল্লাহপুরে।
মন্তব্য