শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১১ মাঘ ১৪৩১

সেকশন

 

খ্যাতিমান অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন

Asad
প্রকাশ: ৮ জুলাই ২০২২, ১২:০০:৫৯ | পঠিত: ৪৯৩

---

গণবাণী ডট কম:

দেশের খ্যাতিমান অভিনেত্রী শর্মিলী আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

জানা গেছে,আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেত্রী। বনানীতে স্বামীর কবরে শর্মিলী আহমেদকে সমাহিত করা হবে বলে জানা গেছে।

শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টা নাগাদ অভেনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা তার ফেসবুক আইডিতে শর্মিলী আহমেদের মৃত্যুর খবর জানান।

জানা য়ায়, শর্মিলী আহমেদ ক্যানসারে আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি।

মঞ্চ, টিভি ধারবাহিক, খণ্ড নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রীর অভিনয় জীবন শুরু হয় মাত্র চার বছর বয়স থেকে। সেই থেকে প্রায় চারশোটি নাটক ও দেড়শোটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা, দাদী কিংবা ভাবীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ের মাধ্যমে সহজেই জিতে নিয়েছেন দর্শকের মন।

তার প্রথম ছবি উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি। ষাটের দশকে নায়িকা হিসেবে তিনি নাম কামিয়েছেন সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ ছবিতে। কিছু উর্দু ছবিতেও অভিনয় করেছেন তিনি।

স্বামী পরিচালক রূপকারের (রকিবউদ্দিন আহমেদ) ‘পলাতক’ ছবিতেও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’, ইত্যাদি ছবিতে অভিনয় করেন। ‘আগুন’ ছবিতে প্রথম তিনি মায়ের চরিত্রে অভিনয় করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   কাপাসিয়ায় তারাগঞ্জ বাজার জামায়াতের কার্যালয় উদ্বোধন কারখানা খোলার দাবিতে আন্দোলন: গ্রামীণ ফেব্রিকস, যানবাহনে আগুন দিল বেক্সিমকোর শ্রমিকেরা লন্ডনে ‘ওয়ান স্টপ সার্ভিসে’বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা গাজীপুরে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মদিন পালন কাপাসিয়ায় তিন ব্যবসায়িকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হোয়াইট হাউজে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন আজ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ বিয়ে করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডল গ্রেফতার