গণবাণী ডট কম:
গাজীপুরের কালিয়াকৈরের তরুণ উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মী রাজীব আল আরাফাতের মাতা রাবেয়া বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। ২০২৩ সালের ৩০ জানুয়ারি সোমবার সকাল ৯টায় রাবেয়া বেগম রাজধানীর উত্তরায় আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার মো: আব্দুল কুদ্দুস মিয়ার সহধর্মিণী। তিনি মৃত্যুকালে স্বামী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার প্রথম মৃতুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে ও স্থানীয় মসজিদে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে গণভোজ অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়-স্বজন ও স্থানীয় মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।
মন্তব্য