গণবাণী ডট কম:
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জালাল উদ্দীন আহমেদ (পিপিএম) ঢাকার আশুলিয়া এলাকায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —- রাজেউন। তিনি কর্তব্যরত অবস্থায় ডিউটি তদারকিকালে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ৭টা ৫০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোঃ জালাল উদ্দীন আহমেদ (পিপিএম) শিল্প পুলিশ-১, ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি গাজীপুর শিল্প পুলিশে অত্যন্ত দক্ষতা, সততা ও সুনামের দায়িত্ব পালন করেছেন। গাজীপুরে দায়িত্ব পালনকালে (২০২০-২০২২) শ্রমিক আন্দোলন মোকাবেলায় তিনি অসামান্য অবদান রাখেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম জালাল উদ্দীন আহমেদ ১৯৬৫ সালের ০৯ সেপ্টেম্বর বরিশাল মহানগরের কোতয়ালী থানাধীন দিনার গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালের ১ জানুয়ারী এসআই (নিঃ) পদে পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি শিল্প পুলিশ-২ গাজীপুর, শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জ, শিল্প পুলিশ-১, ঢাকাসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
মরহুমের নামাজের প্রথম জানাজার নামাজ শনিবার দুপুর ২টায় রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, মরহুমের সহকর্মীগণ এবং আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
জানাজার নামাজ শেষে একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।
বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শকের পক্ষে অতিরিক্ত আইজিপি মোঃ মাহাবুবর রহমান মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবুল ফয়েজসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদ মর্যাদার অফিসার ও ফোর্সের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় তারা জালাল উদ্দীন আহমেদের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য