শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২ ফাল্গুন ১৪৩১

সেকশন

 

কাপাসিয়ায় স্কাউটস‘র নতুন কমিটি গঠন

Asad
প্রকাশ: ২ মে ২০২৪, ২১:৩৭:৩৯ | পঠিত: ২৫৬

---

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ স্কাউটস, কাপাসিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।

বৃহস্পতিবার (০২ মে) সকালে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস‘র সভাপতি একেএম লুৎফর রহমান সভাপতিত্ব করেন।

স্কাউটস সম্মেলনের কাউন্সিল পর্বে প্রাথমিক বিদ্যালয়ের ১৭৯ জন, মাধ্যমিক বিদ্যালয়ের ৬৬ জন, মাদরাসা পর্যায়ের ৭৪ জন কাউন্সিলর এবং প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডারগণ উপস্থিত ছিলেন। কাউন্সিল পর্বে ৩ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। পদাধিকার বলে পুনরায় সভাপতি মনোনীত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান। এছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামকে কমিশনার মনোনীত করা হয়, কলেজ শিক্ষক মোহাম্মদ শাহ্ জামান মাসুমকে পুনরায় সম্পাদক মনোনীত হয়।

---

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম, ঘাগটিয়া চালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলী নাছরিন, ঈদগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম মোল্লা, চেংনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাশিদা ইয়াসমিন। সহকারী কমিশনার হয়েছেন আফরোজা সুলতানা, মোঃ জাকির হোসেন, তাসলিমা রানী, আওলাদ হোসেন চৌধুরী, সৌধা আক্তার, আতিকুল ইসলাম, সাইফুল ইসলাম ফরাজি। যুগ্ম সম্পাদক হলেন কামরুজ্জামান। উপজেলা স্কাউটস লিডার মোঃ ওসমান গনি শেখ, উপজেলা কাব লিডার মাহমুদুল হাসান, সদস্য শহীদুল্লাহ্ কাজল, রতন দাস, গ্রুপ কমিটির সভাপতি মোঃ হাদিউল ইসলাম, মমতাজ উদ্দিন, মাওলানা আকবর আলী।

এছাড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কাপাসিয়া কার্যালয়ের আয়োজনে ইমপ্যাক্ট ৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, গবাদি পশু পালন ও পোলট্রি খামারিদের সম্প্রসারণ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মাজহারুল ইসলাম সেলিম, সহকারী কমিশনার (ভুমি) রিফাত নূর মৌসুমী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা দেওয়ান কামরুজ্জামান জামি উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon