নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়ায় বানার নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় কাপাসিয়ার ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিশোরের মৃতদেহ উদ্ধার করে।
কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উলুসারা গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে মোঃ ইফাত হোসেন (০৮) গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মৃতদেহ উদ্ধার করে।
প্রতিবেশী আশরাফুল ইসলাম জানান, বানার নদে তিন জন ছেলে গোসল করতে যায়। গোসল করার এক ফাঁকে ইফাত নদীর পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন ও এলাকাবাসী অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে কাপাসিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।
কাপাসিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বানার নদে তিন জন ছেলে গোসল করতে গিয়ে তাদের মধ্যে ১ জন ছেলে নিখোঁজ হয়। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমানের নেতৃত্বে কাপাসিয়া ফায়ার স্টেশনের ও টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল নদের পানিতে তল্লাশি চালিয়ে কিশোরের মৃতদেহ উদ্ধার করে। টোক ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম লাশ সনাক্ত করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর মিয়া জানান, নদে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য