শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১১ মাঘ ১৪৩১

সেকশন

 

মাওলানা মামুনুল হকের মুক্তির আশায় কারা ফটকে সমর্থকের ভিড়

Asad
প্রকাশ: ২ মে ২০২৪, ২৩:৫৫:০৩ | পঠিত: ১৫৩

---

গণবাণী ডট কম:

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন।  এ কারণে আজ রাতে মুক্তি পেতে পারেন মামুনুল হক এমন খবরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা ফটকে ভিড় করেছেন তার হাজারো সমর্থক।

তবে, কাশিমপুর কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, আজ রাতে মামুনুল হকের মুক্তির কোন সম্ভাবনা নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে মামুনুল হক তার বিরুদ্ধে দায়ের কৃত মামলায় বিভিন্ন সময়ে জামিন লাভ করেছেন। বৃহস্পতিবার তিনি সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। এ কারণে তিনি আজ জামিনে কারাগার থেকে মুক্তি পাবেন এমন খবর ছড়িয়ে পড়ে।  সন্ধ্যার পর থেকেই গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে শুরু করেন তার সমর্থক ও হেফাজত কর্মীরা।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ দিন যাবত বন্দি হিসেবে আছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে এসব মামলার মধ্যে ৩৬ টিতে আদালত থেকে জামিন লাভ করেছেন। সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে।

তিনি আরো বলেন, মামুন হকের বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকায় সব মামলার জামিনের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে।  আজকে রাত হয়ে যাওয়ায়, ঢাকা থেকে এসব মামলার কাগজপত্র যাচাই করা সম্ভব হয়নি। তাই তার আজকে রাতে মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল শুক্রবার সরকারি ছুটি। সকালে জামিলের কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হবে। সেখান থেকে কাগজপত্র যাচাই-বাছাই শেষ হলে পরে তিনি যেকোনো সময় মুক্তি পেতে পারেন। তবে তিনি কখন মুক্তি পাচ্ছেন, সেটি কালকের আগে বলা যাচ্ছে না।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   কাপাসিয়ায় তারাগঞ্জ বাজার জামায়াতের কার্যালয় উদ্বোধন কারখানা খোলার দাবিতে আন্দোলন: গ্রামীণ ফেব্রিকস, যানবাহনে আগুন দিল বেক্সিমকোর শ্রমিকেরা লন্ডনে ‘ওয়ান স্টপ সার্ভিসে’বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা গাজীপুরে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মদিন পালন কাপাসিয়ায় তিন ব্যবসায়িকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হোয়াইট হাউজে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন আজ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ বিয়ে করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডল গ্রেফতার