সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১

সেকশন

 

গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি সবুজের মনোনয়ন জমা

Asad
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ২৩:২৭:৩৬ | পঠিত: ১৫৪

---

গণবাণী ডট কম:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে। আচরণ বিধি মেনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তাঁর ভাই সাখাওয়াত হোসেন।

বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেয়া হয়। মনোনয়ন ফরম গ্রহণ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: তরিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম। এসময় আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, শ্রীপুর পৌরসভার কাউন্সিলর হাবিব উল্লা।

ইকবাল হোসেন সবুজের মনোনয়ন ফরম জমা দেয়ার খবর ছড়িয়ে পড়লে উপজেলা পরিষদের সামনের সড়কে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়। এসময় সড়কের ওপর দাঁড়িয়ে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ইকবাল হোসেন সবুজ।

এসময় ইকবাল হোসেন সবুজ বলেন, অংশ গ্রহণ ও উৎস বমুখর পরিবেশে নির্বাচনে করতেই দলের অনুমতিক্রমে প্রার্থী হয়েছি।

এসময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলী টুসির উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী আপনাকে দিয়েছেন নৌকা, আমাকে দিয়েছেন অনুমতি। আসুন আমরা একই মঞ্চে উৎসব মুখর নির্বাচন করি। ভোটারের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাই করি।

সংসদ সদস্য সবুজ আরও বলেন, পাঁচ বছর সংসদ সদস্য হিসেবে জনগণের খেদমত করেছি, এখন ভোটের মাঠে দেখতে চাই, নিজের জনপ্রিয়তা কতটুকু। একই সঙ্গে তিনি বর্হিবিশ্বে অহিংস নির্বাচন দেখতে চাওয়া ও প্রধানমন্ত্রী যখন উৎসবমুখর একটি নির্বাচন দেখতে চান তখন আপনি (রুমানা আলী টুসি) আপনার কথা বলুন, আমি আমার কথা বলি।

গাজীপুর-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমত আলীর মেয়ে রুমানা আলী টুসি, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজসহ ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অন্যরা হলেন,স্বতন্ত্র প্রার্থী ও প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমত আলীর ছেলে মো. জামিল হাসান দুর্জয়, কৃষক-শ্রমিক-জনতা লীগের জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক মন্ডল বাচ্চু, জাকের পার্টির প্রার্থী মো. আলাউদ্দিন ও ন্যাশনাল পিপলস পার্টির মো: জয়নাল আবেদীন দপ্তরী, তরিকত ফেডারেশনের জয়নাল আবেদীন, জাতীয় পার্টির এফ এম সাইফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী এ কে এম সাখাওয়াত হোসেন খান।

এ আসনে বুধবার পর্যন্ত ইকবাল হোসেন ও জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক মন্ডল বাচ্চু মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মো. জামিল হাসান দুর্জয় মনোনয়ন সংগ্রহ করলেও তার বোনকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছেন, তাই তিনি মনোনয়ন জমা দিবেন না বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমত আলীর মেয়ে রুমানা আলী টুসিসহ অন্যরাও মনোনয়ন জমা দিবেন।

গাজীপুর-৩ সংসদীয় আসনটি গাজীপুরের শ্রীপুর উপজেলা (পেীরসভাসহ) এবং গাজীপুর সদর উপজেলাধীন ভাওয়ালগড়, মির্জাপুর ও পিরুজালি ইউনিয়ন এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪লাখ ৯৪হাজার ৪২৭ জন। এখানে পুরুষ ভোটার সংখ্যা ২লাখ ৪৫হাজার ৪৩৪জন এবং মহিলা ভোটার সংখ্যা ২লাখ ৪৮হাজার ৯৯৩জন। তাদের মধ্যে শ্রীপুর উপজেলা এলাকার ভোটার ৩ লাখ ৯২ হাজার ২৫১ জন এবং সদরের ৩ ইউনিয়নের ভোটার ১ লাখ ২ হাজার ১৭৬ জন। এখানে ভোট কেন্দ্র সংখ্যা ১৮০টি, বুথ সংখ্যা ১০৬৮টি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ১ কোটি ৭১ লাখ টাকা সহায়তা দিলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন শেখ হাসিনাস জুলাই গণহত্যার ‘হুকুমদাতা’দের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইব : চিফ প্রসিকিউটর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগের সময়ে হওয়া হত্যাকাণ্ডের বিচার চায় জামায়াত হজে যেতে আগামী ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে দখল-দূষণ রোধে করণীয় নির্ধারণে লবলং নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক দখল দূষণ রোধে করণীয় নির্ধারণে বালু নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজায় ৯০২টি পরিবারের কেউই বেঁচে নেই, নিহতদের নাম প্রকাশ দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না: দেবপ্রিয় ভট্টাচার্য