গণবাণী ডট কম:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, আমি ১৫ বছর যাবৎ গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, এই সময়ে কারও হৃদয়ে আঘাত দেইনি। এলাকার শিক্ষার প্রসারের জন্য অসংখ্য স্কুল কলেজ করেছি, এলাকার মানুষের উপকার করেছি। কারও কাছ থেকে সুবিধা নেইনি।
প্রতিমন্ত্রী মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর টঙ্গীর ৪৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক উঠান বৈঠকে এসব কথা বলেন।
সরকারের নানা উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আপনারা আমাকে চারবার এমপি নির্বাচিত করেছেন। আমি যে বয়সে এমপি হয়েছি, সে সময় অনেক খারাপ কাজ করে ফেলে অনেক যুবক। তবে আমি আমার বাবার আদর্শ ধরে রেখে জনগণের জন্য কাজ করে গেছি। তাই আগামী ৭ জানুয়ারি সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাই।
ওঠান বৈঠকে গাজীপুর মহানগরীল ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম দিপুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ্ মন্ডল, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম তুষার।
ওঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন খান মিঠু, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা জসীম মাতবর প্রমুখ।
মন্তব্য