নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব গ্রামের ধানক্ষেত থেকে এক বিলুপ্ত প্রজাতির মেছো বাঘ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে মেছো বাঘটি লোকালয়ে ডুকে পড়লে এলাকাবাসী মিলে মেছো বাঘটিকে আটক করে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে মেছো বাঘের পাকিয়াব গ্রামের লোকালয়ে ঢুকে পড়লে মানুষের মধ্যে আতংক তৈরী হয়। পরে স্থানীয়রা মেছো ভাগটিকে বের দিয়ে আটক করতে সক্ষম হয়। এসময় মেছো বাঘটিকে ধরতে গিয়ে দুজন এলাকাবাসী আহত হয়েছে। পরে প্রকৃতি সংরক্ষণ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসী মোমেন আহমেদ জানান, (সোমবার) দুপুরে একটার দিকে এলাকার কৃষক জিন্নাত আলী জমিনে ধান কাটতে যায় লোকজন। এসময় এক দিনমজুর প্রথমে এই মেছো বাঘটিকে দেখতে পায়। পরে তিনি এলাকার মানুষকে জানালে স্থানীয়দের মধ্যে বাঘের আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ১০/১৫ জন এলাকাবাসী মিলে মেছো বাঘেরটিকে মাছ ধরার জাল দিয়ে ঘরে ফেলে আটক করে। পরে আলী হোসেন নামে এক এলাকাবাসী এই মেছোবাঘটি লোহার খাঁচার ভিতরে সংরক্ষণ করে রাখে। এলাকার এলাকাবাসীদের ধারণা এধরনের মেছোবাঘ আরো থাকতে পারে।
পরে বিষয়টি ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (প্রকৃতি সংরক্ষণ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও বন্যপ্রাণী) শারমিন আক্তারকে জানালে তিনি গাজীপুরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মেছো বাঘটি উদ্ধারের নির্দেশ দেন। পরে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘটি উদ্ধার করে।
ঢাকা বিভাগ প্রকৃতি সংরক্ষণ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জামান, আমরা খবর পেয়ে কাপাসিয়া উপজেলার করিহাতা ইউনিয়নের পাকিয়াব এলাকা হতে আটককৃত মেছো বাঘটি উদ্ধার করেছি। উদ্ধার করা মেছোবাঘ মূলত মাঝারি আকারের বিড়াল গোত্রীয় স্তন্যপায়ী বন্যপ্রাণী। পরে মেছো বিড়ালটিকে সংরক্ষিত বনায়ণে অবমুক্ত করা হবে।
তিনি আরো বলেন, এদের আবাসস্থল জলাভূমিগুলো দিন দিন সংকুচিত ও হ্রাস পাওয়ায় লোকালয়ে আসার মূল কারণ। আইইউসিএন মেছোবাঘকে বিপন্ন প্রজাতির তালিকায় অর্ন্তভুক্ত করে।
মন্তব্য