শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১১ মাঘ ১৪৩১

সেকশন

 

গাজীপুরে ২০০ মিটার সড়কে লাখো মানুষের দুর্ভোগ

Asad
প্রকাশ: ৬ মে ২০২৪, ২০:১৪:১৫ | পঠিত: ৪৩০

---

গণবাণী ডট কম:

গাজীপুর মহানগরীর ব্যস্ততম জয়দেবপুর-রাজবাড়ী সড়কের জয়দেবপুর রেল ক্রসিংয়ের উভয় পাশে মাত্র ২০০ মিটার সড়কে বড় বড় খানাখন্দক এবং গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এ সড়কে চলাচলকারী লাখ মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীতে প্রায় ৬০ লাখ মানুষের বাস। গাজীপুর মহানগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত জয়দেবপুর-শিববাড়ি-রাজবাড়ী সড়ক। প্রতিদিন ব্যস্ততম সড়ক দিয়ে লাখ লাখ মানুষ আসা-যাওয়া করেন। এ সড়কটি দিয়ে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়, নগর ভবন, পুলিশ সুপার কার্যালয়, জেলার সকল আদালত,তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। গুরুত্বপূর্ণ এ সড়কের জয়দেবপুর রেল ক্রসিংয়ের দুইপাশে মাত্র ২শ মিটার সড়কের খুবই করুণ অবস্থা। মাত্র ২০০ মিটার সড়কে বড় বড় গর্ত এবং খানা খন্দকে পানি জমে হাটু সমান কাদাযুক্ত গর্তের সৃষ্টি হয়েছে। মেরামতের অভাবে সড়কটিতে গত দুই দিনের সামান্য বৃষ্টিতে পানি সড়কটি এখন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ফলে আগে জয়দেবপুর রেল জংশনে রেল সিগন্যালের কারণে যানজট লেগে থাকতো। বর্তমানে সড়কের ভাঙ্গা চূড়ার কারণে পানি জমে কাদা সৃষ্টি হওয়ায় এখানে যানজট প্রকট আকার ধারণ করেছে। ফলে এ সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে।

---

জেলা কর্মরত একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, মহানগরীতে এত এত উন্নয়ন কাজ হচ্ছে, অথচ গুরুত্বপূর্ণ এ সড়কটির দিকে কারো কোন নজর নেই।

গত ৫ এপ্রিল ঈদের আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর উপস্থিতে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় আয়োজিত এক সভায় এই সড়কের দুরবস্থার চিত্র তুলে ধরেন ভুক্তভোগীরা। পরে সচিব সভায় উপিস্থিত সিটি করপোরেশনের কর্মকর্তাকে দ্রুত সড়কটি মেরামতের নির্দেশ দিয়েছিলেন।

গাজীপুরের স্থানীয় সমাজকর্মী ও ভুক্তভোগী জাহিদ হাসান বলেন, এতদিন জয়দেবপুরের রেলগেট আমাদের একটি গলার কাটা ছিল। এখন এই সড়কের ভাঙ্গাচুরা ও খানাখন্দক আমাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন যাবত সড়কটি মেরামত না করায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে সেখানে পানি জমে এটি মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। এ কারণে এখানে যানজট লেগে থাকছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তিনি সিটি কর্পোরেশনকে এ ব্যাপারে দ্রুত সড়ক সংস্কারের অনুরোধ জানান।

---

এসব বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম বলেন, ব্যস্ততম সড়কের জায়গাটিতে পানি জমে রাস্তাটি নষ্ট হয়ে যায়। আগে বহুবার মেরামত করা হলেও রাস্তাটি কিছুদিন পরপরই ভাঙাচোরা সৃষ্টি হয় এবং জন দূর্ভোগ বাড়ে। এ কারণে এ রাস্তাটি আরসিসি করার জন্য ইতিমধ্যে ডিপিপি প্রস্তুত করা হয়েছে।

তিনি আরো বলেন, ঈদের আগেও রাস্তাটি সংস্কার করা হয়েছিল। দুদিনের বৃষ্টিতে রাস্তাটি আবার ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে চলাচল উপযোগী করা হবে। এজন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের থেকে তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   কাপাসিয়ায় তারাগঞ্জ বাজার জামায়াতের কার্যালয় উদ্বোধন কারখানা খোলার দাবিতে আন্দোলন: গ্রামীণ ফেব্রিকস, যানবাহনে আগুন দিল বেক্সিমকোর শ্রমিকেরা লন্ডনে ‘ওয়ান স্টপ সার্ভিসে’বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা গাজীপুরে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মদিন পালন কাপাসিয়ায় তিন ব্যবসায়িকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হোয়াইট হাউজে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন আজ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ বিয়ে করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডল গ্রেফতার