নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, আনসার ও ভিডিপিদের সদস্যদের ব্রিফিং প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা সদরের কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে ব্রিফিং করেন গাজীপুর জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রোকনুজ্জামান।
ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোসাঃ জুয়েনা আক্তার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা।
নির্বাচনে ৫ শতাধিক পুলিশ সদস্য ও দুই হাজারের অধিক আনসার ও ভিডিপির সদস্য ভোক কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। ব্রিফিং শেষে তারা প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে অবস্থান গ্রহণ করবেন।
উপজেলায় রয়েছে মোট ১১ টি ইউনিয়ন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৯ টি। ভোট গ্রহণ কক্ষের সংখ্যা ৭৫১টি। উপজেলায় ৩ লাখ ১৫ হাজার ২০১ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৩৬২ জন। মহিলা ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮৩৯ জন।
মন্তব্য