রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১

সেকশন

 

কাপাসিয়ায় উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং

Asad
প্রকাশ: ৭ মে ২০২৪, ১৭:৩৯:১৫ | পঠিত: ১২৮

---

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, আনসার ও ভিডিপিদের সদস্যদের ব্রিফিং প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা সদরের কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে ব্রিফিং করেন গাজীপুর জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রোকনুজ্জামান।

ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোসাঃ জুয়েনা আক্তার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা।

নির্বাচনে ৫ শতাধিক পুলিশ সদস্য ও দুই হাজারের অধিক আনসার ও ভিডিপির সদস্য ভোক কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। ব্রিফিং শেষে তারা প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে অবস্থান গ্রহণ করবেন।

উপজেলায় রয়েছে মোট ১১ টি ইউনিয়ন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৯ টি। ভোট গ্রহণ কক্ষের সংখ্যা ৭৫১টি। উপজেলায় ৩ লাখ ১৫ হাজার ২০১ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৩৬২ জন। মহিলা ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮৩৯ জন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   বাংলাদেশের মানুষের স্বার্থে জাতীয় সংলাপ করতে প্রস্তুত জাতিসংঘ : গুতেরেস কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩ রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের গাজীপুরে অভিযানকালে পুলিশকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩ প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : গুতেরেস বিএনপির ৩১ দফা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সনদ: এম মঞ্জুরুল করিম রনি প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফরে যাবেন : পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রতিমন্ত্রী চুমকি ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব