শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২ ফাল্গুন ১৪৩১

সেকশন

 

গাজীপুরে ২ ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা

Asad
প্রকাশ: ৭ জুন ২০২৩, ১৯:২৩:১৬ | পঠিত: ৪০৮

---

গণবাণী ডট কম:

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ, অবৈধভাবে রেজিস্ট্রেশন ব্যতীত ও মেয়াদ উত্তীর্ণ মেডিসিন ব্যবহারের দায়ে ২ টি ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব-১ এর একটি ভ্রাম্যমাণ আদালত অভিযানে বুধবার দুপুরে এ জরিমানা করে তা আদায় করে।

র‌্যাব-১ সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অফিসার) ওসিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ পারভেজ রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের নেতৃতে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডাঃ এফ এম আহসান উল্লাহের সমন্বয়ে বুধবার র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গাজীপুর মহানগীর পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় দুটি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে মেডিকেল সেন্টার পরিচালনা, অবৈধভাবে রেজিস্ট্রেশন ব্যতীত, মেয়াদ উত্তীর্ণ মেডিসিন ব্যবহার করার অপরাধে “মীরের বাজার মডার্ণ ডায়াগনস্টিক এন কনসালটেশন সেন্টার” এর মালিক আনন্দ চন্দ্র দাসকে এক লাখ টাকা এবং এবং “সহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার” এর মালিক মোঃ সাখাওয়াত হোসেনকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon