সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১

সেকশন

 

গাজীপুরে মাইক্রোবাসের চাকা ফেটে দূর্ঘটনায় দুইজন নিহত, আহত ৮

Asad
প্রকাশ: ৪ আগস্ট ২০২৩, ১১:১৭:৩৯ | পঠিত: ১৪৭

---

গণবাণী যট কম::

গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ির থানাধীন বাইমাইল এলাকায় চলন্ত মাইক্রোবাসের চাকা ফেটে অপর একটি কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকে ধাক্কা লেগে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ৮জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৪ আগস্ট) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো শাহ আলম (৩০) ও জুয়েল (৩১)।তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (৪ আগস্ট) ভোরে একটি হায়েজ মাইক্রোবাস যোগে গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকা থেকে কয়েক কিশোরগঞ্জের নিকলির উদ্দেশ্য যাত্রা করে। পথে সকাল ৬টার দিকে মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থানাধীন সাইনবোর্ড বাইমাইল এলাকায় পৌঁছলে মাইক্রোবাসটির একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় মাইক্রোবাসটি মহাসড়কের পাশের দাঁড়ানো একটি কভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে পরে পাশের সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসের চালকসহ ১০জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও তেতুইবাড়ী এলাকায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ জানান, শুক্রবার ভোরে মাইক্রোবাসে করে ৯ বন্ধু মিলে কিশোরগঞ্জের নিকলী যাচ্চিল। পথে কোনাবাড়ী বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলে চলন্ত মাইক্রোবাসের পিছনের একটি চাকা ফেটে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাহে। পরে মাইক্রোবাসটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেলে সামনে ও পাশে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক যাত্রী নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়। এ ঘটনায় চালকসহ আটজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, মাইক্রোবাসটি জব্ধ করা হয়েছে। আহত অবস্থায় চালক পালিয়ে গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ১ কোটি ৭১ লাখ টাকা সহায়তা দিলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন শেখ হাসিনাস জুলাই গণহত্যার ‘হুকুমদাতা’দের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইব : চিফ প্রসিকিউটর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগের সময়ে হওয়া হত্যাকাণ্ডের বিচার চায় জামায়াত হজে যেতে আগামী ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে দখল-দূষণ রোধে করণীয় নির্ধারণে লবলং নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক দখল দূষণ রোধে করণীয় নির্ধারণে বালু নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজায় ৯০২টি পরিবারের কেউই বেঁচে নেই, নিহতদের নাম প্রকাশ দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না: দেবপ্রিয় ভট্টাচার্য