গণবাণী ডট কম:
গাজীপুরের কালিয়াকৈরে বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো: মহসিন নামের আরো এক শ্রমিককে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের নির্মানাধীন বাড়ীর সেফটি ট্যাংক পরিষ্কার করতে ট্যাংকের ভিতরে নামার পর এ ঘটনা ঘটে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: সানোয়ার হোসেন দুই শ্রমিকের মত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকরা হলো, কুড়িগ্রামের বদরগঞ্জের মুস্তাকপুর এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে শাহীন (২৬)। অপরজন হলেন একই জেলার রাজারহাটের নাজিম খাঁ এলাকার মাহবুব হাসান (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য শাহীন ও মাহবুব সেফটি ট্যাংকের ভিতরে নামেন। সেফটি ট্যাংকটির ভিতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় গ্যাসের বিষক্রিয়ায় সেফটি ট্যাংকের ভিতরেই দম বন্ধ হয়ে তারা মারা যান। এ সময় তাদের উদ্ধার করতে সেফটি ট্যাংকের ভিতরে নামেন মহসিন। এসময় দ্রুত তাকে ভিতর থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংকটির ভিতর থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। এ সময় নিহত নির্মাণ শ্রমিকদের স্বজনদের আহাজারিতে আশেপাশের পরিবেশ ভারি হয়ে উঠে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: সানোয়ার হোসেন জানান, কালিয়াকৈরে সেফটি ট্যাংক পরিস্কারের সময় দুই শ্রমিক মৃত্যুবরণ করেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তাদের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য