সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১

সেকশন

 

গাজীপুরে ২৮৬ গ্রাম হেরোইন উদ্ধার : গ্রেফতার ১

Asad
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১৮:২৭:৪০ | পঠিত: ১৯৫

---

গণবাণী ডট কম:

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন ধীরাশ্রম এলাকা হতে মঙ্গলবার বিকালে ২৮৬ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করা হয়েছে। এসময় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ২৮ লাখ ৬০ হাজার টাকা।

গ্রেফতার আসামীর নাম মোঃ ইসমাইল (৩৮)। তিনি চাপাইনবাবগঞ্জ সদর থানার গোবরাতলার ময়াপুকুর এলাকার মোঃ আবজাল হোসেনের ছেলে।

মঙ্গলবার বিকালে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন এসব তথ্য জানান।

তিনি আরো জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে র‌্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে, গাজীপুর মহানগরীর সদর থানাধীন ধীরাশ্রম বাজার এলাকায় কতিপয় লোক মাদকের কোন বড় চালান ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে ধীরাশ্রম বাজার সাকিনস্থ জনতা মেডিকেল হল ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় আসামী মোঃ ইসমাইলকে আটক করা হয়। পরে তার দখল হতে সর্বমোট ২৮৬ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৮ লাখ ৬০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও হেরোইন বিক্রির নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিগ্যাসাবাদে নাম ঠিকানা প্রকাশ করে এবং সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে গাজীপুরের আশপাশ এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ১ কোটি ৭১ লাখ টাকা সহায়তা দিলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন শেখ হাসিনাস জুলাই গণহত্যার ‘হুকুমদাতা’দের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইব : চিফ প্রসিকিউটর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগের সময়ে হওয়া হত্যাকাণ্ডের বিচার চায় জামায়াত হজে যেতে আগামী ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে দখল-দূষণ রোধে করণীয় নির্ধারণে লবলং নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক দখল দূষণ রোধে করণীয় নির্ধারণে বালু নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজায় ৯০২টি পরিবারের কেউই বেঁচে নেই, নিহতদের নাম প্রকাশ দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না: দেবপ্রিয় ভট্টাচার্য