গণবাণী ডট কম:
পেশাগত দক্ষতা ও শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি হিসাবে গাজীপুর জেলা পুলিশের ৪ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। তাদের পুরস্কৃত করে জেলা পুলিশের পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম, বিপিএম (বার)৷
সোমবার অনুষ্ঠিত গাজীপুর জেলা পুলিশের এপ্রিল/২০২৪ মাসের মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় ৪ কর্মকর্তাকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে মনোনীত করা হয়। পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷
সভায় জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আসাদুজ্জামান, জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে কাপাসিয়া থানার এসআই নাজনীন আক্তার ও জেলার শ্রেষ্ঠ এএসআই হিসাবে কাপাসিয়া থানার এএসআই মোঃ ইয়ার মাহমুদ মনোনিত হন৷
পুরষ্কার পাওয়াদের মধ্যে ৩ জনই কাপাসিয়া থানায় কর্মকর্তা। এ জন্য কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ জেলা পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তা এবং কাপাসিয়া থানার সকল অফিসার-ফোর্সদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷
মন্তব্য