গণবাণী ডট কম:
গাজীপুর থেকে ৭ মাসের শিশুকে অপহরণের পর ১০ ঘন্টার মধ্যে পুলিশ বগুড়া থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে গাজীপুর মহানগর পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বোনকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশুর নাম রিয়াদ হোসেন ওরফে রোহান (৭ মাস)। সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন বাঙ্গালগাছ এলাকার রহিম উদ্দিনের ছেলে।
গ্রেফতার আসামীরা হলো, জাকিয়া সুলতানা জান্নাত (২৩)। তিনি গাজীপুর মহানগরীর সদর থানাধীন বাঙ্গালগাছ এলাকার মাসুদের স্ত্রী। তিনি সম্পর্কে উদ্ধার হওয়া শিশুর চাচী। অপর জন রাকিবা আক্তার আখি (২১)। তিনি বগুড়া জেলার সদর থানার চক সুত্রাপুর এলাকার মোঃ জামালের স্ত্রী। আসামীরা পরস্পর সহোদর বোন।
গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো: শামসুর রহমান জানান, গত ২৭ জুলাই বেলা সোয়া ২টারদিকে জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ ফোন করে উদ্ধার হওয়া শিশুর মা হাবিবা আক্তার জানান যে, তার শিশু সন্তান রোহানকে বা কাহারা তার নিজ বাড়ী হতে অপহরণ করে নিয়ে গেছে। এমন সংবাদ পাওয়ার পরপরই জিএমপির সদর জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদের নেতৃত্বে সদর থানার কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে অপহরণকৃত শিশু উদ্ধারে কাজ শুরু করে।
তিনি আরো জানান, এ সময় রোহানের মা হাবিবা আক্তার জানান, তার স্বামীর আপন চাচাতো ভাইয়ের স্ত্রী জাকিয়া সুলতানা জান্নাত মাঝে মধ্যেই তার শিশুকে কোলে নিত এবং খুব আদর করতো। পরে জাকিয়া সুলতানা জান্নাতকে রোহানের অপহরণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি প্রথমে অস্বীকার করে দাবী করেন তিনি ঘটনার সময় শিশুর বাসায়ই যাননি। একপর্যায়ে তিনি এলোমেলো কথা বলা শুরু করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, শিশু রোহানকে বাসা থেকে অপহরণ করে তার আপন বোন রাকিবা আক্তার আখিকে দিয়ে দিয়েছে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদের নেতৃত্বে সদর থানার একটি টিম অভিযান পরিচালনা করে অপহরণের ১০ ঘণ্টার মধ্যে শিশু রোহানকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করে এবং আসামীদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
মন্তব্য