মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

বিমান বন্দরে গ্রেফতার ছাত্রলীগ নেতার কাছ থেকে অস্ত্র উদ্ধার, একদিনের রিমান্ড মঞ্জর

Asad
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩

---

গণবাণী ডট কম:

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসকে অপহরণ করে রগ কেটে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা রবিন সরদার ওরফে নুরুজ্জামান সরদারকে বিমান বন্দর থেকে বুধবার সকালে গ্রেফতারের পর রাতে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে গাজীপুর মহানগর পুলিশ। বৃহস্পতিবার গাজীপুর আদালতে তার একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

অপহরণের শিকার আহত ফেরদৌস গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতকোত্তর বর্ষের ছাত্র। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী।

গ্রেফতারকৃত রবিন সরদার ওরফে নুরুজ্জামান সরদার শরীয়তপুর জেলার গোসাইহাট থানাধীন মোল্লাকান্দা গ্রামের মৃত রুহুল আমীন সরদারের ছেলে। তিনিও গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী। তার বিরুদ্ধে অস্ত্র, গণধর্ষণ, চুরিসহ ২১টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার গাজীপুর নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান।

তিনি আরো জানান, গত ৩ সেপ্টেম্বর মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া লিংকন কলেজের সামনে থেকে ফেরদৌসকে সহযোগীদের নিয়ে অপহরণ করে একই পদপ্রার্থী রবিন সরদার। পরে গোপন স্থানে নিয়ে ফেরদৌসের রগ কেটে দেয়াসহ মারপিট করা হয় ও পিস্তল দিয়ে মাথায় শরীরে আঘাত করা হয়। পরবর্তীতে তাকে মহানগরীর হলিল্যাব হাসপাতালের সামনে থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ফেরদৌসের মা বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে ৪ সেপ্টেম্বর থানায় মামলা করেন।

তিনি আরো জানান, পরে তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম গঠন করে দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে গোপন সংবাদের পুলিশ সংবাদ পায় যে, মামলার আসামী রবিন সরদার @ নুরুজ্জামান সরদার চট্টগ্রাম জেলায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বাসন থানার ১টি টিম চট্টগ্রাম জেলার উদ্দেশ্যে রওয়ানা হয়ে চট্টগ্রাম জেলায় অবস্থান করে এবং বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জানতে পারে যে, আসামী চাট্টগ্রাম হইতে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছে। বাসন থানার অভিযান টিম উক্ত সংবাদ বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সিদ্দিক কে অবহিত করলে বাসন থানা পুলিশসহ ডিবি (উত্তর) এর একাধিক অভিযান টিম বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেয় এবং অভিযান পরিচালানা করাকালে এয়ারপোর্ট আর্মড পুলিশের সহায়তায় আসামী রবিন সরদারকে গ্রেফতার করে।

পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারের পর আসামীকে থানায় এনে মামলার ঘটনার বিষয়ে এবং ভিকটিমকে পিস্তল দিয়ে আঘাত করার বিষয়ে ও পিস্তলটি কোথায় আছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে রবিন সরদার স্বীকার করে যে, পিস্তল টি বাসন থানাধীন দিঘিরচাপা সাকিনস্থ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উত্তর পাশে পাকড় গাছ সংলগ্ন সুইপার কলোনির পরিত্যাক্ত টিনশেড ঘরের টিনের আড়ার ভিতর রয়েছে। পরে পুলিশ রবিন সরদারকে সাথে নিয়ে তার দেখানো স্থান থেকে কালো পলিথিনের ভিতর কালো কাপড় দ্বারা মোড়ানো অবস্থায় ৩ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করে।

বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, গ্রেফতারকৃত রবিন সরদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২১ টি মামলা রয়েছে। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তিনি জানান, তদন্ত কাজের সুবিধার্থে রাতেই তাকে রিমান্ডে আনা হবে।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon