শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২ ফাল্গুন ১৪৩১

সেকশন

 

গাজীপুরে তালা ভেঙ্গে অনার্স পরীক্ষার ১০বস্তা উত্তরপত্র চুরি, এক শিক্ষার্থী গ্রেফতার

Asad
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১৯:৫৭:০৪ | পঠিত: ১৩৯

---

গণবাণী ডট কম:

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ষ্টোর রুমের তালা ভেঙ্গে ২০২২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ১০ বস্তা উত্তরপত্র চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ বাসন থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন । পুলিশ ঘটনায় জড়িত একজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে, চুরি হওয়া খাতা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় মামলা দায়ের করেন কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান পরীক্ষক ও সহযোগী অধ্যাপক ইফফাত আরা।

গ্রেফতার হওয়া শিক্ষার্থীর নাম অনীক। তিনি একই কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগর অনার্সের শিক্ষার্থী।

কলেজ ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে অনার্স ১ম বর্ষ (পরীক্ষা ২০২২) রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষার খাতা মুল্যায়ণ শেষে ৩৯ বস্তা খাতা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাশের স্টোর রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখা হয়। এর মধ্যে কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান পরীক্ষক ও সহযোগী অধ্যাপক ইফফাত আরার অধীনে অনার্স ১ম বর্ষ (পরীক্ষা ২০২২) রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষার ১৯ বস্তা উত্তরপত্র এবং তার সহকর্মী একই বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহাদাত হোসেনের অধীনে ২০ বস্তা উত্তরপত্র ছিল। গত ২১মার্চ বিকেলে ষ্টোর রুমে তালা সঠিক ভাবে লাগানো ছিল। ২২মার্চ শুক্রবার দুপুরে ২টার দিকে কলেজের নিরাপত্তা প্রহরী সুশীল ও নিরঞ্জন কলেজের অধ্যক্ষকে জানায়, ষ্টোর রুমের তালা ভেঙ্গে কে বা কাহারা উত্তরপত্র চুরি করেছে। তাৎক্ষণিক ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ বস্তা পরীক্ষার উত্তরপত্র চুরি ঘটনা নিশ্চিত হন অধ্যক্ষ। গেল বৃহস্পতিবার বিকাল হতে শুক্রবার দুপুরের মধ্যে যে কোন সময় স্টোর রুমের তালা ভেঙ্গে সেখান থেকে ১০ বস্তা উত্তরপত্র চুরি করে নিয়ে যায়। এসব খাতার পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ মো. বিএম আব্দুল হান্নান জানান, গত শুক্রবার দুপুর দেড়টার দিকে বিজ্ঞান ভবনের নিচ তলায় একটি ষ্টোরের মতো আছে। সেখানকার তালা ভেঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসলে কলেজেরই এক ছাত্র একটি অটোরিকশা দিয়ে ১০বস্তা খাতা নিয়ে কলেজ ক্যাম্পাসে আসে। পরে ওই ছাত্রকে পুলিশ আটক করে। এ বিষয়ে রাস্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইফফাত আরা বাদি হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

মামলার বাদী কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান পরীক্ষক সহযোগী অধ্যাপক ইফফাত আরা বলেন, শুক্রবার জুমার পর খবর পাই ষ্টোর রুমের তালা ভেঙ্গে কে বা কাহারা আমাদের খাতা গুলো নিয়ে গেছে। পরে প্রিন্সিপাল স্যার আমরা সবাই যাই, পাশাপাশি পুলিশে খবর দেয়া হয়। পরে আমরা দেখি ১০টা বস্তা খাতা চুরি গেছে। কোন বস্তাতে ২৫০টি উত্তরপত্র, কোন বস্তাতে ২৮০টি আবার কোন বস্তাতে ৩০০ থেকে ৩৫০টি উত্তরপত্র ছিল।

তিনি আরো বলেন, খাতা উদ্ধারের পর শনিবার সকল খাতা মিলানো হয়েছে, তাতে কোন খাতা খোয়া যায়নি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাসন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, চুরি করা খাতাগুলো গাজীপুর মহানগরীর জয়দেবপুর এলাকার কাজী আজিম উদ্দিন কলেজ সংলগ্ন একটি দোকানে বিক্রি করতে গেলে দোকানদার খাতায় ২০২৪ সাল লেখা দেখে খাতাগুলো ক্রয় করেননি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনার্স পড়ূয়া ঐ কলেজের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। চুরির ঘটনায় তার সঙ্গে আরও কারা জড়িত তা তদন্ত করে বের করা হচ্ছে।

জিএমপি বাসন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম বলেন, অনাসর্স পরীক্ষার খাতা মূল্যায়ণ শেষে স্টোর রুমে রাখা হয়েছিল। কিন্তু এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি। এসব খাতা চুরি হয়েছে। পরে পুলিশ সব খাতা উদ্ধার করেছে। এ ঘটনায় এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon