শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ন ১৪৩১

সেকশন

 

কালীগঞ্জে চেয়ারম্যান হলেন আমজাদ হোসেন

Asad
প্রকাশ: ৮ মে ২০২৪, ২৩:৩৫:০২ | পঠিত: ১৮৬

---

গণবাণী ডট কম:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন। বুধবার রাতে এ ফলাফল ঘোষণা করেছেন, নির্বাচনের সহকারী রিটার্ণিং কর্মকর্তা মো: নাজমুল ইসলাম।

এর আগে বুধবার সকাল থেকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১১৯ টি ভোট কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুষ্ঠ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন মোটারসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩ হাজার ৪৭ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী, আশরাফী মেহেদী হাসান দোয়াত কলম নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৩৫৬ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী,কালীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক। তিনি টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৫৬৯ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী আবু জাফর মোহাম্মদ শামসুল হুদা তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৪৬৬ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কালীগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জুয়েনা আহমেদ, তিনি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ হাজার ১৪৪ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী শর্মীলি দাস কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৫২৯ ভোট।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   আজমির শরিফসহ ১০টিরও বেশি মসজিদ নিয়ে ভারতীয়দের ষড়যন্ত্র ধর্ম-বর্ণ ও মতের পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য : ড. ইউনূস গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর ইন্তেকাল দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে : আসিফ নজরুল গণঅভ্যুত্থান নস্যাৎ করার যড়যন্ত্র একজোট হয়ে রুখতে হবে : প্রধান উপদেষ্টা ভারত আগ্রাসী হলে আমরাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো: রিজভী ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া: মাহফুজ আলম জাতীয় ঐক্যের গড়তে নেতৃবৃন্দের সাথে বসবেন প্রধান উপদেষ্টা এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে : সমন্বয়কদের প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট