নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়ায় সোমবার কৃষকলীগের উদ্যোগে হরতাল বিরোধী শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলম আহমেদ ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লা।
শান্তি মিছিলটি সোমবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় কাপাসিয়া উপজেলা সদরের শহীদ তাজউদ্দীন আহমদ চত্বর থেকে শুরু হয়েছে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার ত্রিমোহনী বাজার, ঘাগটিয়া চালা বাজার, আড়াল বাজারসহ গুরুত্বপূর্ণ স্হান প্রদক্ষিণ শেষে সনমানিয়ায় মরিয়ম ভিলেজের পাশে প্রস্তাবিত শেখ রাসেল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পথে ত্রিমোহিনী বাজারে একটি পথসভা ও শেষে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক উপদেষ্ঠা আলম আহমেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আরিফ, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুর রশিদ সরকার, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আইন উদ্দিন, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা জানি আলম কনক, কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও আওয়ামী লীগনেতা হাফিজুল হক চৌধুরী আইয়ুব প্রমুখ।
বক্তারা বিরোধী দলের হরতাল ও জ্বালাও পোড়াও সহ যাবতীয় সহিংসতা রুখতে নেতাকর্মীদের আহবান জানান। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামীতেও নৌকাকে বিজয়ী করার আহবান জানান।
আলম আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে সারা বাংলার মানুষ আজ মুখরিত। আ মরা নৌকার হয়ে কাজ করছি এবং আগামীতে কাজ করবো।
মোতাহার হোসেন মোল্লা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। সকল ভেদাভেদ ভুলে আমরা নৌকার জন্য নিরলসভাবে কাজ করবো।
মন্তব্য